ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জাবিতে যুব রেড ক্রিসেন্টের ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যুব রেড ক্রিসেন্ট এর ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ২০ জুন সকাল সাড়ে ১১ টায় উপাচার্য অফিসের কাউন্সিল কক্ষে ‘যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ তাদের ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সভাপতি সিন্ডিকেট অধ্যাপক মো. নরুল আলম‌, বাংলাদেশের প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. রাশেদা আখতার, ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) ড. আবুল কালাম আজাদ।

যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এই কর্মপরিকল্পানা প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে ‘যুব রেড ক্রিসেন্ট-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে’র জন্য ফি নির্ধারণ, তহবিল সংগ্রহ ও ব্যয় সংক্রান্ত নীতিমালা, প্রশিক্ষণ কর্ম-পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন, দলগত পরিচালনা কমিটি চূড়ান্তকরণ। 

এছাড়া তুলে ধরা হয়, 'শেখ রাসেল আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্র' নামাকরণে আধুনিক মানসম্পন্ন স্বতন্ত্র ভবন নির্মাণ, বর্তমান অফিস কক্ষ সম্প্রসারণ ও সাময়িক প্রশিক্ষণ কক্ষ তৈরি, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির সরঞ্জাম সংগ্রহ, স্বতন্ত্র ফায়ার স্টেশন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, আর্ন্তজাতিক ক্লাইমেট ভলান্টিয়ার্স কনফারেন্স প্রসঙ্গ সমূহ।

প্রস্তাবিত বাজেট ৬ কোটি ৩২ লক্ষ টাকা, যা পুরোটাই অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে দুর্যোগ মোকাবেলা এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আওতায় নিয়ে এসে, সামাজিক সচেতনা বৃদ্ধি এবং প্রশিক্ষিত স্বেচ্চাসেবক তৈরির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সহায়তার আবেদন জানানো হয়। কেননা ভবিষ্যত বাংলাদেশকে নিরাপদ রাখতে নিয়োজিত থাকবে এই প্রশিক্ষিত স্বেচ্চাসেবকরা।

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি